কারাগারের নিজের সেল থেকে টানেল খুঁড়ে পালিয়ে যাওয়া মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ী জ্যাকুইন এল চ্যাপো গুজম্যানকে ফের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো।
ছয়মাস আগে গুজম্যান কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগারের নিচ দিয়ে দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে মেক্সিকো সরকার। কারণ মেক্সিকোর এই শীর্ষ মাদকব্যবসায়ীর এটি ছিল ১৫ বছরের মধ্যে দ্বিতীয়বার জেল পলায়ন।
গুজম্যানকে গ্রেফতারের পর প্রেসিডেন্ট নিয়েটো জাতির উদ্দেশে বলেন, ''আজকের এই গ্রেফতার মেক্সিকো সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। জনগণের তাদের সরকারের ওপর আস্থা রয়েছে-এটি তার দিকেই ইঙ্গিত দিচ্ছে।''
তিনি জানান, গোপন সংবাদের সূত্র ধরে নৌ-সেনারা সিনাওলা স্টেটের লস মোচিস শহরে অভিযান চালায়। সেখানে শুক্রবার ভোরে গুলি বিনিময়ের পর গুজম্যান পুলিশের হাতে ধরা পড়েন। গুজম্যন এমন একটি জায়গায় গ্রেফতার হয়েছেন যেটি তার মাদক ব্যবসার কেন্দ্রস্থল বলে পরিচিত।
এদিকে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা দুর্ধর্ষ মাদক চোরাকারবারি গুজম্যানকে পুনরায় গ্রেফতার করতে পারায় মেক্সিকোকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেরবার তাকে গ্রেফতারের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল দেশটি।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ