মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুর অপহরণ চেষ্টার অভিযোগে স্কট স্টকার্ট নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছেল। শনিবার দেশটির পুলিশ বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডেইল স্টার।
খবরে বলা হয়, আটককৃত স্কট মার্কিন প্রেসিডেন্টের পোষা কুকুর বো এবং সানিকে অপহরণের পরিকল্পনা করছিল। আটকের সময় তার ব্যবহারকৃত গাড়ি থেকে ১২টি শটগান, একটি রাইফেল, বুলেট, চাপাতি ও ব্রেড উদ্ধার করা হয়।
আটক স্কট নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনরোর ছেলে বলে দাবি করেছেন।
খবরে আরও বলা হয়, স্কর্ট তার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে নিজেকে যীশু ছিল বলে প্রমাণ করার চেষ্টা করেছিল। এবং বলেছিল সে হোয়াইট হাউজে বারাক ওবামার কাছে যেতে চাই। এছাড়া তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বলেও দাবি করেন।
প্রসঙ্গত, এটা যীশু দাবি করে হোয়াইট হাউজে প্রবেশের চেষ্টা প্রথম নয়। এর আগে, ২০১১ সালে অস্কার রামিও অরটেগা হারনান্দেজ যীশু খ্রিস্ট দাবি করে বলেছিল, 'এন্টিখ্রিস্ট' ওবামাকে হত্যার জন্য তাকে পাঠানো হয়েছ।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব