ভারত ও পাকিস্তানের মধ্যকার বহু প্রতীক্ষিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেমব্লিতে এক প্রশ্নের জবাবে গতকাল একথা বলেন তিনি। ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষাপটে বৈঠক নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এ খবর এলো। খবর পিটিআই'র
চিরবৈরি ভারত ও পাকিস্তান 'কমপ্রিহেনসিভ বাইলেটারাল ডায়ালগ'র ব্যাপারে সম্প্রতি সমঝোতায় পৌঁছেছে। এর আওতায় দেশ দুটির পররাষ্ট্রসচিবরা আরো বেশ কয়েকটি বৈঠকের সূচি ঠিক করবেন বলেও সরতাজ আজিজ জানিয়েছেন। কাশ্মীরসহ বিভিন্ন বিষয় এ বৈঠকে স্থান পাবে বলেও তিনি পার্লামেন্টকে জানান।
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ