ভারতে এবার নবম শ্রেণির এক ছাত্রীকে এক তরুণ কর্তৃক অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৫ বছরের ওই ছাত্রী তার টিউশন ক্লাসে যাওয়ার সময় ১৭ বছরের এক তরুণ প্রথমে তাকে অপহরণ করে। পরে ওই তরুণ তার গাড়িতেই ওই ছাত্রীকে ধর্ষণ করে। গোহানা-দিল্লি সড়কে ৭ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ আজ জানায়। খবর পিটিআই'র
ধর্ষণ শেষে ওই ছাত্রীকে রাত প্রায় ১০টার দিকে সড়কের এক জায়গায় ফেলে চলে যায় অভিযুক্ত ওই তরুণ। পরে ওই তরুণী এ ঘটনা তার পরিবারের সদস্যদের জানায়।
উইমেন পুলিশ স্টেশনের ইনচার্জ ও পরিদর্শক গরিমা এ বিষয়ে বলেন, 'অভিযুক্তের বিরুদ্ধে আমরা একটি ধর্ষণ মামলা নিবন্ধন করেছি ও এ ঘটনার তদন্ত চলছে।'
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ