ইরাকে পশ্চমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে সামরিক বাহিনীর হামলায় ইসলামিক স্টেট আইএস'র এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকি বিমান বাহিনীর অভিযান চলার সময় ওই কমান্ডারের মৃত্যু হয়।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, আনবার প্রদেশের বারওয়ানাহ শহরে সন্ত্রাসী কমান্ডার আসি আলী মুহাম্মাদ নাসির আল-ওবায়দির গোপন আস্তানা শনাক্ত করে সেখানে বিমান হামলা চালানো সম্ভব হয়েছে। ওই হামলা সে নিহত হয়।
বিবৃতিতে বলা হয়, নিহত নাসির আল-ওবায়দি স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদির দ্বিতীয় সহকারী। এর অর্থ হচ্ছে নিহত ওবায়দি সন্ত্রাসী জিহাদি গোষ্ঠী আইএস'র তৃতীয় প্রধান কমান্ডার ছিল। ইরাকের রামাদি শহর মুক্ত করার কয়েকদিন পর তার মৃত্যু হলো। এর আগে সে মার্কিন নিয়ন্ত্রণে থাকা ইরাকের কুখ্যাত আবু গ্রাইব কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার পর তার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ