‘ভারত সমগ্র বিশ্বে সাম্প্রদায়িকতা দেয়নি বরং আধ্যাত্মিকতার বাণী ছড়িয়েছে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন সাধু, সন্ন্যাসী এবং শিক্ষিত মানুষেরা সবসময়ই রাষ্ট্র ধর্মের কথা তুলে ধরে।
রবিবার মুম্বাইয়ে জৈন ধর্মগুরু আচার্য রত্নসুন্দরসুরিজি মহারাজের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বকে আমাদের যেভাবে বোঝানো উচিত ছিল আমরা সেভাবে সক্ষম হয়নি। ভারত এমন একটা রাষ্ট্র যারা সাম্প্রদায়িকতা মনোভাবকে অনুসরণ করে না। ভারত কখনও এই বিশ্বে সাম্প্রদায়িকতাকে ছড়ায়নি বরং আধ্যাত্মিক বাণীকে ছড়িয়ে দিয়েছে’।
মোদির মতে, ‘কখনও কখনও এক-একটা সম্প্রদায় নানা সমস্যার সৃষ্টি করে ঠিকই কিন্তু আধ্যাত্মিকতা সেই সমস্যার সমাধানে সহায়তা করে’।
মোদি বলেন, ‘রাষ্ট্র ধর্ম সব ধর্মের ওপরে এবং গুরুজি তার লেখার মধ্যে দিয়ে দেশের রাষ্ট্রধর্মের বাতি প্রজ্জ্বলিত করেছেন। তিনি আরও বলেন ভারত এমন একটি দেশ যেখানে ধর্মকে কখনও ভাগ করার চেস্টা হয়নি’।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা