ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের কোনো আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেইসঙ্গে ১৫ জানুয়ারি এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে পাকিস্তানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল তাও তিনি নাকচ করে দিয়েছেন। আলোচনার জন্য কোনো তারিখ এখনো ঠিক হয়নি তাই তা বাতিলের প্রশ্ন-ই উঠে না বলে এনডিটিভিকে আজ সকালে এক সাক্ষাৎকারে একথা বলেন মি. অজিত। স্থানীয় হিন্দি ভাষার 'দৈনিক ভাস্কর' এ অজিত দোভালের এক সাক্ষাৎকার ছাপা হয়েছে যেখানে দেশ দুটির মধ্যকার পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে মি দোভাল এনডিটিভিকে আজ এ কথা বলেন। খবর দ্য হিন্দুর
দেশ দুটির মধ্যকার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে পাকিস্তান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ জানিয়েছিলেন। গত ৮ জানুয়ারি পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেমব্লিতে এক প্রশ্নের জবাবে একথা বলেছিলেন তিনি। ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষাপটে বৈঠক নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আলোচনার জন্য ওই তারিখের কথা জানিয়েছিলেন মি. আজিজ।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রীর দফতরও মি দোভাল কর্তৃক 'দৈনিক ভাস্কর'কে দেয়া সাক্ষাতের কথা অস্বীকার করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ ধরনের কোনো সাক্ষাৎ দেননি বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে।
অপরদিকে, দেশ দুটির মধ্যকার পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণ হয়নি বলে অজিত দোভালের বক্তব্য পাকিস্তানের সরতাজ অাজিজের বক্তব্যের পুরো বিপরীত। কাশ্মীরসহ বিভিন্ন বিষয় এ বৈঠকে স্থান পাবে বলেও মি. আজিজ সাংবাদিকদের জানিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/শরীফ