বাড়তি শরণার্থীদের অস্ট্রিয়ায় ফেরত পাঠাচ্ছে জার্মানি। চলতি মাসের শুরু থেকেই তারা শরনার্থী ফেরত পাঠানো শুরু করে বলে জানিয়েছে অস্ট্রিয়ার পুলিশ। খবর বিবিসির।
পুলিশ জানায়, বেশির ভাগই বৈধ কাগজ দেখাতে পারেনি। অনেকেই জার্মানের জন্য নয় বরং অন্যান্য ইউরোপীয় দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
নতুন বছর উদযাপনের সময় জার্মানির কোলন শহরে নারীদের ওপর আক্রমণের ঘটনায় অনেকেই শরণার্থীদের ওপর আঙ্গুল তুলছেন। এমনকি জার্মানিতে বিক্ষোভও চলছে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
তবে অস্ট্রিয়ায় ফেরত পাঠানো বেশির ভাগই সিরীয় নাগরিক নয়। তারা আফগানিস্তান, মরোক্ক এবং আলজেরিয়ার নাগরিক বলে জানিয়েছে অস্ট্রিয়ার পুলিশ।
অস্ট্রিয়া পুলিশের মুখপাত্র ডেভিট ফার্টনার বার্তা সংস্থা এএফপি'কে জানায়, প্রতিদিন ফেরত আসা শরণার্থী সংখ্যা, যা গত মাসে ৬০ জন ছিল, চলতি মাসের শুরুর দিকেই তা ২০০ ছাড়িয়ে গেছে।
২০১৫ সালে জার্মানিতে সব মিলিয়ে প্রায় ১১ লাখ শরণার্থী আশ্রয়ের জন্য প্রবেশ করে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৬/এস আহমেদ