তুরস্কের রাজধানী ইস্তানবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে পর্যটকরাও থাকতে পারে বলে জানিয়েছে আল-জাজিরা।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে গভর্নর কার্যালয়ের খুব কাছে সুলতান আহমেত স্কোয়ারে এ বোমা বিস্ফোরিত হয়। স্থানটি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইন্তানবুল গভর্নর এক বিবৃতিতে জানিয়েছে, কমপক্ষে দশজন নিহত এবং ১৫ জন হতাহতের শিকার হয় এই হামলায়। বার্তা সংস্থা দোগানে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দোষীদের শনাক্তকরণ এবং হামলার কারণ জানতে অনুসন্ধান চলছে।
একজন প্রত্যক্ষদর্শীর মতে, হামলাকারী আত্মঘাতী বোমা হামলা করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো সে বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এখন পর্যন্ত হামলার দায় কোনো দল স্বীকার করেনি।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব