উপসাগরে বিনা অনুমতিতে প্রবেশের অপরাধে দুটি মার্কিন জাহাজসহ ১০ নাবিককে আটক করেছে ইরান। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন নারী নাবিক। মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) কুয়েত থেকে বাইরাইনগামী দুটি ছোট জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ
এদিকে, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে যে, মার্কিন নাবিকরা নিরাপদ রয়েছেন এবং তাদের যাত্রা অব্যাহতের অনুমতি দেওয়া হবে।
মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, ফার্সি দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি জাহাজে যান্ত্রিক সমস্যা ছিল।
ঘটনার পরপরই ইস্যুটি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন অপর এক কর্মকর্তা।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইরানিয়ান জলসীমায় অনাধিকার প্রবেশের অপরাধে ইরানিয়ান রেভলুশনারি গার্ড ৯ জন পুরুষ এবং একজন নারীকে আটক করেছে। জাহাজগুলোতে ভারী অস্ত্র ছিল।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব