অাফগানিস্তানে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে গত সপ্তাহের সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সশস্ত্রবাহিনীর কর্মকর্তারা জড়িত বলে জানিয়েছেন এক আফগান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। হামলাকারীরা প্রশিক্ষিত সেনা অফিসার যারা সীমান্তের ওপার থেকে আফগানিস্তানে এসে ওই হামলায় চালায়। আফগানিস্তানের বালখ প্রদেশের পুলিশ প্রধান সৈয়দ কামাল সাদাত গতকাল একথা বলেন। খবর পিটিআই'র
চলতি মাসের ৩ তারিখে মাজার-ই শরীফে অবস্থিত ভারতীয় করস্যুলেটে কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা মূলত কনস্যুলেটের বিপরীতে অবস্থিত একটি ভবন থেকে ভারতীয় মিশনের ঢোকার চেষ্টা করে। প্রায় একদিনব্যাপী এ হামলায় আফগান নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীদের মৃত্যু হয়। এছাড়া একজন আফগান পুলিশ সদস্য নিহত হন এবং তিনজন বেসামরিক নাগরিকসহ অারো ৯ জন আহত হন। তীব্র গোলাগুলি শেষে ৪ জানুয়ারি রাতে এ অচলাবস্থার অবসান ঘটে।
হামলা সম্পর্কে সৈয়দ কামাল সাদাত বলেন, 'আমরা আমাদের নিজের চোখ দিয়ে দেখেছি এবং আমি ৯৯ ভাগ নিশ্চিত করে বলতে পারি যে, হামলাকারীরা পাকিস্তানি মিলিটারির সদস্য এবং তারা যখন অপারেশন চালাচ্ছিল তখন বিশেষ কৌশল অবলম্বন করছিল।'
তিনি অারো বলেন, 'হামলাকারীরা ছিল মিলিটারি সদস্য। তারা শিক্ষিত ও সুপ্রস্তুত ছিল এবং তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল।'
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ