ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদের নেতা মাওলানা মাসুদ আজহারসহ সংগঠনটির কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে পাকিস্তান।সেইসঙ্গে সংগঠনটির বেশ কয়েকটি দফতর বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া একথা জানিয়েছে।
গত ১ জানুয়ারি ভোরের দিকে ৬ জন সন্ত্রাসী মিলিটারি পোশাক পরে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায়। প্রায় পাঁচদিনব্যাপী চলা এ ঘটনায় সব হামলাকারীর মৃত্যু হয়। হামলাকারীদের সঙ্গে লড়াইয়ে এক নিরাপত্তা কর্মকর্তাসহ ৭ ভারতীয় সেনার মৃত্যু হয়। এ হামলার পেছনে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়শ-ই- মোহাম্মদ জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে দেয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির সদস্যদের গ্রেফতারের এ ঘটনা ঘটলো। মাসুদ অাজহার নামে এক ব্যক্তি সংগঠনটি চালান।
গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে, পাঠানকোট হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। এরই প্রেক্ষিতে দেশটির পক্ষ থেকে ওই গ্রেফতারের ঘটনা ঘটলো বলে মনে করা হচ্ছে। এছাড়া এ ঘটনা তদন্তে পাকিস্তানের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তাদের ভারতে পাঠানোর কথাও রয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ