ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে কোন হুমকিকে মোকাবিলা করার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে বলে দাবি করলেন দেশটির সেনাপ্রধান দলবীর সিং সুহাগ।
আজ বুধবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সুহাগ জানান ‘আমি সমগ্র জাতিকে আশ্বস্ত করে বলতে চাই ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত অনুপ্রাণিত এবং দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত যে কোন হুমকিকে মোকাবিলা করতে সেনাবাহিনী প্রস্তুত।'
সীমান্তের ওপার থেকে ছায়া যুদ্ধকে কিভাবে মোকাবিলা করা হবে সেই প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন ‘দেশের নিরাপত্তা পরিস্থিতি আগের থেকে আরও জটিল এবং গতিশীল হয়ে উঠেছে। তিনি বলেন ‘সেনাবাহিনী যে কোন জঙ্গি দমন সফলভাবে শেষ করতে সক্ষম। যদিও এটা সরকারের সিদ্ধান্ত, সরকার যেই কাজই দিক না কেন আমরা প্রস্তুত আছি’।
পাঠানকোটের বিমানঘাঁটিতে নিরাপত্তাবাহিনীর অপারেশনকে সেনাবাহিনীর বড় সাফল্য বলেও উল্লেখ করেছেন তিনি বলেন ‘এটা খুব সফল অভিযান। প্রাণহানির সংখ্যা কমাতে আমরা অভিযান শেষ করতে একটু বেশি সময় নিয়েছিলাম।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন