তুরস্কের দক্ষিণপূর্বে অবস্থিত দিয়ারবকির প্রদেশের একটি পুলিশ কমপ্লেক্সে গাড়ি বোমা হামলায় ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩৯ জন। গতকাল মধ্যরাতে কুর্দি জঙ্গিরা এ হামলা চালায় বলে প্রদেশটির গভর্নরের দফতর থেকে আজ বৃহস্পতিবার জানানো হয়। খবর দ্য হিন্দুর
গভর্নরের দফতর থেকে জানানো হয় যে, কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টির [পিকেকে] জঙ্গিরা প্রদেশটির সাইনার এলাকাস্থ একটি পুলিশ স্টেশন ও পুলিশ আবাসস্থলে রাত সাড়ে ১১টায় এ হামলা চালায়। এতে উক্ত হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ