ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বোমা হামলা ও গোলাগুলিতে ৭ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর আলজাজিরার।
খবরে বলা হয়, জাকার্তার সারিনাহ শপিংমলের বাইরে দফায় দফায় অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। এ সময় হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে। এ ঘটনায় পাঁচ হামলাকারীসহ অন্তত ৭ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় কয়েকজন হামলাকারী মোটর সাইকেলযোগে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
জাকার্তা পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, নিশ্চিতভাবেই আইএস এই হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত আইএস জঙ্গি নাইম সিরিয়া থেকে এ হামলার পরিকল্পনা করেছেন। তিনিই এই হামলার পেছনে জড়িত রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব