মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতীয় বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল (অব.) জ্যাকব ফার্জ রাফায়েল জ্যাকবকে শেষ শ্রদ্ধা জানাল ভারত। বৃহস্পতিবার সকালে জ্যাকবের মরদেহ রাখা হয় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে। এসময় তাঁকে ফুলেল শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর, পররাষ্ট্র মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর, দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল অরূপ রাহা, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা লালকৃষ্ণ আদবানী, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি প্রমুখ।
নয়াদিল্লিস্থিত ইজরায়েল অ্যামব্যাসির পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল জ্যাকবের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান। সবশেষে দিল্লির হুমায়ুন রোডে অবস্থিত জিউইস সিমেটরিতে জ্যাকবকে সমাহিত করা হয়।
এদিন জ্যাকবকে শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানান ‘গোয়ার রাজ্যপাল থাকাকালীন জেনারেল জ্যাকবের সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে বিশেষ সম্পর্ক ছিল। ১৯৭১ সালের যুদ্ধের সময়কালের একাধিক ঘটনা তিনি আমাকে শোনাতেন’।
প্রসঙ্গত, বুধবার সকালে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে জীবনাবসান হয় জ্যাকবের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১ জানুয়ারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি তারপর থেকে ১৩ দিন ধরে চিকিৎসারত ছিলেন জ্যাকব।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব