রাশিয়া এবং সিরিয়া প্রথমবারের মতো যৌথভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে।
রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার সময় রাশিয়ার সুখোই-২৫ বোমারু বিমানকে এস্কর্ট দিয়েছে সিরিয়ার মিগ-২৯ জঙ্গিবিমান। তবে রাশিয়ার বোমারু বিমান সিরিয়ার কোনো এলাকায় বোমা বর্ষণ করেছে বিবৃতিতে তা বলা হয়নি। এতে বলা হয়েছে, সন্ত্রাসীদের অবস্থানে বোমা বর্ষণের জন্য রুশ বোমারু বিমানগুলোকে সিরিয়ার দুটি মিগ-২৯ বিমান এস্কর্ট করে নিয়ে যায়।
গত ২৪ নভেম্বর তুরস্ক রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করার পর রাশিয়া বলেছিল, অভিযানের সময় বোমারু বিমানগুলোকে নিরাপত্তার জন্য জঙ্গিবিমান দিয়ে এস্কর্ট দেয়া হবে। তবে এ পর্যন্ত এস্কর্ট দেয়া হয়েছে কিনা তা পরিষ্কার নয়। আজই প্রথম এ ধরনের তথ্য দেয়া হলো।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএস বা দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এছাড়া, সিরিয়ার স্থলবাহিনীর অভিযানে রুশ বাহিনী বিমান সহায়তা দিয়ে যাচ্ছে। রাশিয়ার জেনারেল স্টাফ জানায়, ২০১৬ সাল শুরুর পর গত ক’দিনে ৩১১ দফা অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ১,০৯৭টি অবস্থানে বোমা হামলা চালানো হয়েছে। রুশ বাহিনীর অভিযান শুরুর পর গত দেড় মাসে ১৫০টি শহর ও গ্রাম মুক্ত হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ