ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে গ্রেফতার নয়, বরং তিনি পুলিশের হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান। দেশটির পাঞ্জাব প্রদেশের অাইনমন্ত্রী রানা সানাউল্লাহ অাজ একথা নিশ্চিত করেন। উক্ত হামলার সঙ্গে মাসুদ আজহার জড়িত তা প্রমাণিত হলেই কেবল তাকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। আরো কয়েকজন সহযোগীসহ মাসুদ আজহার বর্তমানে পাঞ্জাব পুলিশের সন্ত্রাসবিরোধী ডিপার্টমেন্টে আছেন বলে স্থানীয় ডন নিউজজে বলেন মি. রানা। খবর পিটিঅাই'র
অাইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, 'পাঠানকোট ঘটনার সঙ্গে যোগসাজশে আমরা মাসুদ আজহার ও তার সহযোগীদেরকে পুলিশের সুরক্ষা হেফাজতে নিয়েছি। যাহোক, এ হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হলেই তাকে গ্রেফতার করা হবে।' পাকিস্তানের ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রামের আওতায় জয়শ-ই মোহাম্মদসহ অন্যান্য সব নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত ২ জানুয়ারি ৬ জঙ্গি মিলিটারি ইউনিফর্ম পরে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায়। এতে হামলাকারীদের সঙ্গে লড়াইয়ে এক নিরাপত্তা কর্মকর্তাসহ সাত ভারতীয় সেনা সদস্য প্রাণ হারান। সেইসঙ্গে ওই ছয় হামলাকারীরও মৃত্যু হয়। এ হামলার পেছনে জয়শ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজহার, তার ভাই রউফসহ আরো পাঁচজন জড়িত বলে দাবি ভারতের।
এদিকে, পাঠানকোট হামলার প্রেক্ষিতে দেশ দুটির মধ্যকার আজকের পূর্বনির্ধারিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক গতকালই স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কোনো এক সময় তা অায়োজনের কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ