সিয়েরা লিওনে এক নারীর মরদেহে প্রাণঘাতি ভাইরাস ইবোলার উপস্থিতি ধরা পড়েছে। ওই নারী দেশটির উত্তরে চলতি মাসের শুরুর দিকে মারা যান। সিয়েরা লিওনের জাতীয় নিরাপত্তা দফতরের মুখপাত্র ফ্রনসিস লানগোবা কেলি আজ স্থানীয় একটি রেডিও স্টেশনকে একথা জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' পশ্চিম আফ্রিকাকে বৃহস্পতিবার ইবোলামুক্ত ঘোষণা করে। এর একদিন পরই দেশটিতে নতুন করে ভাইরাসটির উপস্থিতি শনাক্তের এ ঘটনা ঘটলো। খবর এপির
২০১৩ সালের শেষের দিকে পশ্চিমা আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাবের পর থেকে সিয়েরা লিওনে এখন পর্যন্ত ভাইরাসটিতে প্রায় ৪ হাজারের মতো ব্যক্তির প্রাণহানি হয়েছে। গত বছরের ৭ নভেম্বর দেশটিকে 'হু' ইবোলামুক্ত ঘোষণা করে। এরপর ২৯ নভেম্বর গিনিকেও একই স্ট্যাটাস দেয়া হয়। আর লাইবেরিয়াকে বৃহস্পতিবারের অাগে দুইবার ভাইরাসমুক্ত ঘোষণা করা হয়। মূলত পশ্চিম আফ্রিকার এই তিনটি দেশেই ইবোলার প্রাদুর্ভাবে ১১,৩০০'র বেশি লোকের মৃত্যু হয়েছে।
এদিকে, সিয়েরা লিওনে নতুন করে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হলেও তা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। কারণ ইবোলার সংক্রমণ রোধে দেশটির উচ্চমাত্রার প্রস্তুতি রয়েছে বলে তার মত।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ