ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আমন্ত্রণে তিনি আগামী ২২ জানুয়ারি দেশটি সফর করবেন। দু'দিনব্যাপী সরকারি এ সফরে প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে থাকবেন উঁচু পর্যায়ের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল।
এ সফরের মাঝ দিয়ে ইরান ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ইরানের সঙ্গে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও যৌথ সহযোগিতা বাড়ানো এ সফরের অন্যতম মূল লক্ষ্য। প্রেসিডেন্ট জিনপিংয়ের সফরের সময় ইরান ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।
গত বছরের ১৪ জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি চীন সফর করেছিলেন। এরপর ফিরতি সফর হিসেবে চীনা প্রেসিডেন্ট তেহরান সফর করছেন। তার সঙ্গে থাকবেন তিনজন উপ প্রধানমন্ত্রী, ছয়জন মন্ত্রী এবং বহুসংখ্যক চীনা ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ