মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেলওয়ে স্টেশন থেকে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত কাগজপত্রসহ এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে পুলিশ। আটকের পর ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে সে দেশটিতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
পুলিশ জানায়, ২৮ বছর বয়সী ওই মালয়েশীয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের মতাদর্শে বিশ্বাসী। শুক্রবার তাকে অস্ত্র ও আইএস) সঙ্গে সম্পর্কিত কাগজপত্রসহ আটক করা হয়।
এক বিবৃতিতে পুলিশের আইজি খালিদ আবু বাকার বলেন, সিরিয়ার আইএস সদস্যদের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর সন্দেহভাজন ওই ব্যক্তি মালয়েলিয়ায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, সন্দেহজনক ওই ব্যক্তি আইএস সদস্যদের গ্রেফতার বন্ধে মালয়েশীয় সরকারকে সতর্ক করার জন্য দেশটির তেরেঙ্গানু, পেরাক, সেলানগর এবং জোহর রাজ্যে আইএসের পতাকা ঝুঁলিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রতিবেশী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার পর থেকে মালয়েশিয়াজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কাবস্থা চলছে। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে চালানো ওই হামলায় সাতজন নিহত হন। হামলার পরদিন শুক্রবার দেশজুড়ে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন জঙ্গিকে হত্যা ও অপর দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ইন্দোনেশীয় পুলিশ।