তাইওয়ানে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের কার্যালয়ে উঠতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রগেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছেন তিনি। ইং-ওয়েনের দল ডিপিপি ‘স্বাধীন তাইওয়ান নীতি’তে বিশ্বাসী।
শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ ফল প্রকাশ করে। এর আগে সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা। নির্বাচনে তাইওয়ানের প্রায় ১ কোটি ৮১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। কিছু কেন্দ্রে ভোট গণনা চললেও এরইমধ্যে প্রাপ্ত ফল ইং-ওয়েনের নিরঙ্কুশ জয়লাভের স্পষ্ট বার্তা দেওয়ায় পরাজয় স্বীকার করেছেন ‘এক চীন নীতিতে বিশ্বাসী’ ক্ষমতাসীন কৌমিনতাং পার্টির (কেএমপি) এরিক চু। একইসঙ্গে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, ইং-ওয়েন পেয়েছেন ৫৮ দশমিক ১ শতাংশ ভোট। আর তা নিকটতম প্রতিদ্বন্দ্বী চু পেয়েছেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোট। এছাড়া বর্ষিয়ান রাজনীতিক পিপলস ফার্স্ট পার্টির জেমস সুং পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ ভোট।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন