ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৫ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩৫ সেকেন্ডব্যাপী স্থায়ী এই কম্পনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার ভোর ৫টা ২২ মিনিটে দেশটির দক্ষিণ দক্ষিণ-পূর্ব প্রদেশ থেকে ৬৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ দেশ। প্রশান্তমহাসাগরীয় অগ্নি বলয়ের মধ্যে এই দেশটির অবস্থান। তবে এ মুহূর্তে সুনামির আশংকা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার মেটেরোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব