আফগানিস্তানের নানগারহার অঞ্চলের জালালাবাদে এক আত্মঘাতী হামলায় কমপক্ষ ১১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ২০ জন। আজ সকালে আফগান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবনের নিকটে এ ঘটনা ঘটে। প্রাদেশিক কাউন্সিল মেম্বার ওবায়দুল্লাহ শিনওয়ারির বাসভবনের নিকটে ওই বোমার বিস্ফোরণ ঘটে বলে সরকার নিশ্চিত করেছে। স্থানীয় টোলো নিউজের বরাত দিয়ে অান্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ