ভালোবেসে একে অপরের হাত ধরে ঘুরছিল প্রেমিক-প্রেমিকা। আর এটাকে অপরাধ বিবেচনা করে তাদেরকে টানা চার ঘণ্টা গাছের সাথে বেঁধে রাখে স্বজনরা। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বানসওয়ারা জেলার উমবাড়া গ্রামে।
দিন কয়েক আগে ওই গ্রামের ২০ বছর বয়সী তরুণের সাথে এক তরুণীকে গ্রামের মধ্যে ঘুরতে দেখা যায়। এরপরই তরুণীর পরিবারের লোকজন তাদের ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। প্রায় চার ঘণ্টা ওই অবস্থায় থাকার পর ছেলেটির পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পরে তাদের বাঁধন মুক্ত করা হয়।
রবিবার লোহারিয়া পুলিশ সূত্রে এই খবর জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত পাঁচ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ছেলেটির পরিবার। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা