যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে ইরানি সংবাদমাধ্যম তেহরান রেডিও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের 'প্রচারণা হাতিয়ার'র বিরুদ্ধে কঠোর জবাব দেবে তেহরান।
পরমাণু সমঝোতার প্রেক্ষাপটে শনিবার ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার একদিন পর রবিবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।
এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'যুক্তরাষ্ট্রের এই প্রোপাগান্ডা স্টান্টবাজির জবাব হিসেবে আমরা আমাদের বৈধ ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করবো এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেব না।'
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ