জার্মানির কোলন শহরে নববর্ষের রাতে যৌন হামলার ঘটনায় একজন আলজেরীয় আশ্রয়প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এই প্রথম কাউকে গ্রেফতার করা হলো। খবর বিবিসি বাংলার।
দেশটির কার্পেন শহরের একটি শরণার্থী আশ্রয় কেন্দ্র গ্রেফতার হওয়া ২৬ বছর বয়সী ওই তরুণের নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে একজন নারীকে হয়রানি এবং তার মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে। এ সময় চুরির অভিযোগে আরও একজন আলজেরীয়কে গ্রেফতার করা হয়।
কোলনের পুলিশ জানিয়েছে, নববর্ষের রাতের ঘটনায় ৮৮৩ জন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন। এদের মধ্যে ৪৯৭ জন নারী যৌন হামলার অভিযোগ এনেছেন। সেদিন রাতে ৭৬৬টি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে তিনজনকে ধর্ষণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা