‘আমাকে ফুলের মতো নরম বানিয়ে দেবেন না, আমি কাঁটার মধ্যেই বাস করছি এবং কাঁটার মধ্যেই বেঁচে থাকতে চাই’। সোমবার সন্ধ্যায় সিকিমের রাজধানী গ্যাংটকে কৃষি ভিত্তিক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলেন।
এদিন তিনটি অর্কিড প্রজাতির ফুলের নামকরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মোদি এই মন্তব্য করেন। মোদি বলেন ‘সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং তিনটির ফুলের মধ্যে দুইটির নাম আমাকে দিতে বলেন। সেইমতো আমি একটির নাম রেখেছি ‘সিমবিডিয়াম সর্দার’ (সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামানুসারে) এবং দ্বিতীয়টির নাম রাখি ‘সিমবিডিয়াম দীন দয়াল’ (দীন দয়াল উপাধ্যায়ের নামানুসারে)। কিন্তু তৃতীয় অর্কিডের নাম রাখার দায়িত্ব আমার ওপর না ছেড়ে মুখ্যমন্ত্রী নিজেই রাখেন। সেটির নামকরণ করা হয় ‘সিমবিডিয়াম নমো’ (প্রধানমন্ত্রীর নামানুসারে)। আমাকে সিকিমের রাজ্য সরকারের তরফে এই সম্মান জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি’।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা