ভারতে গরুর মাংস নিষিদ্ধের জেরে এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গোয়া রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আইএস স্বাক্ষর করা পোস্টকার্ডে লেখা হুমকি চিঠিটি গত সপ্তাহে গোয়ার রাজ্য সচিবালয়ে পৌঁছায় বলে জানা গেছে। এরপর পুলিশ রাজ্যের সব পুলিশ স্টেশনে আইএসের ওই চিঠি পাঠিয়েছে।
পোস্টকার্ডে গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, গরুর মাংস বৈধ না করা হলে এর জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
পুলিশের মহাপরিদর্শক রেনগানাথান বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দ্রুতই এর উৎস সম্পর্কে জানা যাবে। পোস্টকার্ডটির নিচে আইএসের নাম লেখা আছে। এছাড়া স্থানীয় পোস্ট অফিস থেকে ওই চিঠি পাঠানো হয়েছে।
এদিকে, ওই হুমকির পর প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/রশিদা/মাহবুব