মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পোলেন। খবর বিবিসির।
সারাহ পলিন আলাস্কার সাবেক জনপ্রিয় গভর্নর। তিনি ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার বিরুদ্ধে লড়া রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। মিডিয়ায় ক্যারিয়ারের জন্য রাজনীতি থেকে অবসর নিলেও পলিন রক্ষণশীল রাজনীতিতে বেশ প্রভাবশালী মুখ।
আইওয়ার এক নির্বাচনী ক্যাম্পেইনে তিনি উৎসুক সমর্থকদের উদ্দেশ্য হাসিমুখে বলেন, ‘আমরা পরিবর্তনের জন্য তৈরি, আপনারা ট্রাম্পের জন্য তৈরি তো?’
ট্রাম্পকে সমর্থন দেয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে দিয়ে আইএস জঙ্গিদের পশ্চাৎদেশে লাথি দেবে। আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত। ট্রাম্প আমেরিকাকে আবারো মহান করে তুলতে পারবে।
নিউইয়র্ক ভিত্তিক রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প একটি বিবৃতিতে বলেন, পলিনের সমর্থনে তিনি গর্বিত।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব