পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন প্রদেশের পেশোয়ারে অবস্থিত বাছা খান ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া শিক্ষার্থী, স্টাফ ও নিরাপত্তা সদস্যসহ অারো ৩০ জনের অধিক আহত হয়েছেন। সেইসঙ্গে চার হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে আঞ্চলিক পুলিশ প্রধান সাইদ ওয়াজির জানিয়েছেন। খবর এএফপি'র
জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই- তালিবান পাকিস্তান টিটিপি বাছা খান ইউনিভার্সিটিতে হামলার দায় স্বীকার করেছে। সন্ত্রাস হামলার এ ঘটনার সমাপ্তি ঘটেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দায়িত্ব নিয়েছে। নিহতদের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত একটি ছাত্র হোস্টেলের শিক্ষার্থী বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আজ সকাল ৯টার দিকে বন্দুকধারীরা পেশোয়ার শহর থেকে ৫০ কিলোমিটার দূরে চারসাদ্দায় অবস্থিত বাছা খান ইউনিভার্সিটিতে হামলা চালায়। আঞ্চলিক সেনা মুখপাত্র অসিম বাজোয়া তার টুইটার অ্যাকাউন্টে চার বন্দুকধারী নিহতের কথা জানিয়েছেন।
বাছা খান ইউনিভার্সিটির আজ ছিল ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফরা যখন তাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিল তখনই সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ের দেয়াল ডিঙিয়ে এর ভেতরে প্রবেশ করে। বাছা খানে বর্তমানে ৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। সেইসঙ্গে আরো ৬শ'র মতো স্টাফ রয়েছে। হামলায় অর্গানিক রসায়নে পিএইচডিধারী প্রফেসর সৈয়দ হামিদ হুসেইনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ