মাদ্রাসাগুলোতে উর্দু-আরবি পড়ানো বন্ধ করে সেখানে হিন্দি ও ইংরেজি পড়ানোর পরামর্শ দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনা। নরেন্দ্র মোদির সরকারকে এমনই পরামর্শ দিলেন কেন্দ্রের এনডি সরকারের শরিক দল শিবসেনা।
দলের মুখপত্র 'সামনা'র এডিটোরিয়ালে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস) যেভাবে অশিক্ষিত মুসলিম নারীদের ব্যবহার করে নিজেদের মতাদর্শ প্রচার করছে-তা নিয়ে যুক্তরাজ্য সরকারের যে চিন্তাভাবনা তা মোটেই ভুল নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্যামেরনের কাছ থেকে এই পরামর্শ নিতে পারেন।’
ভারতের কেন্দ্রীয় সরকার যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পথে হেঁটে দেশের মাদ্রাসাগুলোতে উর্দু ও আরবির বদলে ইংরেজি এবং হিন্দি ভাষা পড়ানোর সাহস দেখাতে পারে সেক্ষেত্রে ভারত খুবই উপকৃত হবে বলেও মত দেওয়া হয়েছে দলীয় মুখপত্রে।
প্রসঙ্গত, মানসম্মত ইংরেজি বলতে না পারলে যুক্তরাজ্যে বসবাসকারী মুসলিম নারীদের সেদেশ ছাড়তে হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। চলতি বছরের অক্টোবর মাস থেকেই এই নিয়ম চালু করা হবে বলেও ক্যামেরন জানান। বিবাহ সূত্রে যেসব মুসলিম নারী দেশটিতে থাকতে আসবেন, তাদের ইংরেজি বলার ক্ষমতা প্রয়োজনে ফের পরীক্ষা করা হবে। ইংরেজি শিক্ষার জন্য ২৮ মিলিয়ন ডলার (আনুমানিক ১৯২ কোটি র’পি) বরাদ্দ করা হবে বলেও জানায় দেশটির সরকার।
'সামনা'তে আরো বলা হয়েছে, শুধু আমাদের প্রধানমন্ত্রীই নন, কেন্দ্রের অন্যান্য মন্ত্রীরা এবং রাজনীতিবিদদের বিদেশ ভ্রমণ করা উচিত এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, মেধা, সংস্কৃতি এই দেশে নিয়ে আসার জন্য আলোচনা করা দরকার। এতে আমরা উপকৃতই হবো পাশাপাশি দেশের অভ্যন্তরে শত্রুদের দমন করার ক্ষেত্রে তাদের কাছ থেকে উৎসাহ পাব।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ