চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সরকারি সফরে ইরান পৌঁছেছেন। সফরের সময় তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। ১৪ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট এই প্রথম ইরান সফর করছেন। রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে এসে পৌঁছালে শি জিনপিংকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
এর আগে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ইরানের উপ পাররাষ্ট্রমন্ত্রী ইবাহিম রহিমপুর জানিয়েছিলেন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ইরান সফরে আসছেন। তিনি একটি উঁচু পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সফরের সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে করবেন। ইব্রাহিম রহিমপুর জানান, প্রেসিডেন্ট জিনপিংয়ের সফরের সময় অর্থনৈতিক, শিল্প, সংস্কৃতি ও বিচার ব্যবস্থায় সহযোগিতার ক্ষেত্রে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ