ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের ব্যস্ততম কোনো সড়কের মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করলেও ভোটার হারাবেন না বলে গর্বের সঙ্গে মন্তব্য করেন ট্রাম্প। অাইওয়ায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসা নিয়ে চলমান জোরালো বিতর্কের মাঝেই এমন মন্তব্য করে তাৎক্ষণিকভাবে সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর দ্য ইন্ডিপেনডেন্টের
মাস দুয়েক আগে এক নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের অাহ্বান জানিয়ে বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প। বারাক ওবামার প্রশাসনের তরফ থেকেও তার এ মন্তব্য প্রত্যাখান করে তীব্র সমালোচনা ব্যক্ত করা হয়েছিল। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন।
অাইওয়ার সমাবেশে রিয়াল এস্টেট মুগল ট্রাম্প বলেন, 'আমি পঞ্চম এভিনিউর [নিউইযর্ক] মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করতে পারি। তা সত্ত্বেও ভোটার হারাবো না। এটা অবিশ্বাস্য মনে হতে পারে।'
শুধু মন্তব্য করেই থেমে থাকেননি তিনি। এমনকি যে ক্যামেরায় তার এ বক্তব্য রেকর্ড করা হচ্ছিল তার দিকে অঙ্গুলি নির্দেশ করে তিনি বন্দুকের ট্রিগার টানা অনুকরণ করে দেখানোর চেষ্টা করেন। তবে সমাবেশ শেষে এমন মন্তব্য পরিস্কার করার কথা বলা হলে তিনি তা করতে অপারগতা প্রকোশ করেন।
এদিকে, ট্রাম্পের এমন মন্তব্যে টু্ইটারে ব্যাপক সমালোচনা হচ্ছে। কেউ কেউ তার মন্তব্যকে বিপদজনক উস্কানিমূলক বলে অাখ্যায়িত করেছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রজুড়ে গত বছর ৩৭৩টি গণ শুটিংয়ের ঘটনা ঘটে যা গড়ে প্রতিদিন ১টির বেশি দাঁড়ায়।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ শরীফ