ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মন্ত্রীরা মি. শাহকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেন। ফলে বিনা বাধায় পুনরায় দলটির প্রধান হন তিনি। তবে মি. শাহর মনোনয়ন প্রক্রিয়া থেকে বিরত ছিলেন এল কে আদভানি ও মুরলি মনোহর যোশিসহ বিজেপির কয়েকজন বর্ষীয়ান নেতা। এমনকি নয়া দিল্লির ১১, আশোকা রোডে অবস্থিত বিজেপির সদরদফতরে পরবর্তীতে মি. শাহকে দেয়া দলের সংবর্ধনা অনুষ্ঠান থেকেও বিরত থাকেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার
নরেন্দ্র মোদির সবচেয়ে কাছের লোক বলে পরিচিত অমিত শাহ আগামী তিন বছরের জন্য বিজেপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এবার তিনি পূর্ণ মেয়াদে এ দায়িত্ব পালন করবেন কারণ এর আগে রাজনাথ সিং যখন দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন তখন মাঝপথে মি. শাহকে প্রেসিডেন্ট করা হয়। অবশ্য তখন রাজনাথ সিংকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ শরীফ