ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার লক্ষ্যে আজ দুপুরে ভারতে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাঁদ। তিনি আজ দুপুর ২টার দিকে ফ্রান্সের মাখসেই থেকে দিল্লির উত্তরাঞ্চলীয় শহর চণ্ডিগড়ের এয়ারফোর্স স্টেশনে পৌঁছেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি দেশটি সফর করছেন। খবর দ্য হিন্দুর
এক টুইট বার্তায় ওলাঁদকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রজাতন্ত্র দিবসে ফরাসি প্রেসিডেন্টকে প্রধান অতিথি হিসেবে পেয়ে ভারতবাসী সম্মানিত ও গর্বিত বলে টুইটে লিখেন তিনি।
আগামী মঙ্গলবার ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে। দেশ দুটির মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এ সফরের মাধ্যমে আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ওলাঁদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।
আজ দিনের শেষভাগে দিল্লির উত্তরাঞ্চলীয় শহর চণ্ডিগড় ভ্রমণের মধ্য দিয়ে ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় ভারত সফর শুরু হবে। সেখানকার বিখ্যাত 'রক গার্ডেন' পরিদর্শন করতে গিয়েই মোদির সঙ্গে সাক্ষাৎ হবে ওলাঁদের। বিখ্যাত ফরাসি স্থাপত্যবিদ লে করবুজিয়ের ৬০ বছরের বেশি সময় পূর্বে চণ্ডিগড় শহরের নকশা করেছিলেন।
এদিকে, আগামীকাল সোমবার রাজধানী দিল্লিতে অানুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন মোদি ও ওলাঁদ। তখন প্রতিরক্ষাবিষয়ক কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়চুক্তি এ সফরে স্বাক্ষরিত হবে না বলে আভাস দিয়েছে দেশটি।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ শরীফ