ইরাকে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সামের আস-সাবহানকে তলব করেছে বাগদাদ। সন্ত্রাসবিরোধী বাগদাদের চলমান অভিযানের বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করার পর তাকে তলব করে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার
সামের আস-সাবহানের মন্তব্যের বিষয়ে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তার বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল এবং সঠিক তথ্যের ওপর ভিত্তি করে তিনে বক্তব্য দেননি।”
গত শনিবার ইরাকের আস-সুমেরিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাবহান বলেছেন, ইরাকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে স্বেচ্ছাসেবী পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্যদেরকে সম্প্রদায়গত ও উপজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে অস্ত্র দেয়া হচ্ছে। তিনি এ কথাও দাবি করেছেন যে, ইরাকের জনগণের মধ্যে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনী জনপ্রিয় নয়।
সৌদি রাষ্ট্রদূতের এ বক্ত্যব্যের প্রতিবাদ করে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পপুলার মোবিলাইজেশন ফোর্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে। তারা এসব কাজ করছে ইরাকের সামরিক বাহিনীর কমান্ডার ইন-চিফের অধীনে থেকে।”
ইরাকের পরিবহনমন্ত্রী বাকির জাবের আজ-জুবেইদিও সৌদি রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া প্রতিবাদ করেছেন। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূতের এ বক্তব্য ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপের শামিল।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/শরীফ