যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে দুদিনের ভয়াবহতম তুষার ঝড়ে মারা গেছেন ২৯ জন। এর তাণ্ডব আরও সপ্তাহখানেক চলবে। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, ওয়াশিংটন মেট্রো এলাকা, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারলিনা, টেনেসিসহ ২০ অঙ্গরাজ্যে বসবাসরত ৫ লক্ষাধিক বাংলাদেশীর সকলেই এখন ব্যস্ত নবউদ্যমে কাজ শুরু করতে। তবে ওয়াশিংটন ডিসিতে সোমবারও ছুটি ঘোষণা করায় সেখানকার ব্যবসা-প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে আরেকদিন অপেক্ষা করতে হবে।
রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোরগুলোতে রবিবারও তেমন গ্রাহকের আগমণ ঘটেনি। অধিকাংশ গাড়ি তুষারে ঢেকে থাকায় তা নিয়ে কেনাকাটায় যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়নি। তবে নিউইয়র্ক সিটিতে বাস, সাবওয়ে চালু হওয়ায় লোকজনের পক্ষে বেশ সহায়ক হয়েছে অত্যাবশ্যকীয় কাজ সারতে।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা