বিস্ফোরণ ঘটিয়ে কারাগার থেকে পালিয়ে গেল ৪০ বন্দী। রবিবার ব্রাজিলের ফ্রেই দামিয়াও ডি বোজানো কারাগারে এ ঘটনা ঘটে। অবশ্য পালানো বন্দীদের অধিকাংশকেই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গুলিতে মারা গেছে দুইজন।
গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো ব্রাজিলে কারাগার থেকে কয়েদী পালানোর ঘটনা ঘটলো। এর আগে গত বুধবার দেশটির একটি কারগার থেকে ৫৩ বন্দী পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে এদের মধ্য থেকে ১৩ জনকে আটক করতে পারে পুলিশ।
রবিবার রেসিফি শহরের ফ্রেই দামিয়াও ডি বোজানো কারাগারের বাইরের একটি প্রাচীরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে গর্ত তৈরি করে বন্দীরা পালিয়ে যায়।
ব্রাজিলের টেলিভিশন চ্যানেলগুলোতে কারাগারের প্রাচীরে বিস্ফোরণের মুহূর্তটি সম্প্রচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এটি সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের মিনিট খানেক আগে এক ব্যক্তি কারাগারের প্রাচীর ঘেষা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি প্যাকেট কারাপ্রাচীরের কাছে ফেলে সে দ্রুত ওই স্থান থেকে চলে যায়। বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই ডজনেরও বেশি বন্দী কারাপ্রাচীরের গায়ে সৃষ্টি হওয়া গর্ত দিয়ে বেরিয়ে আসেন এবং রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যান।
কারাররক্ষী ইউনিয়ন জানিয়েছে, এর আগে তারা কর্তৃপক্ষকে কারাগার ভেঙ্গে বন্দী পালানোর বিষয়ে সতর্ক করেছিল। লোকবল সংকটের কারণে বিস্ফোরণের সময় কারাগারের মাত্র অর্ধেক পর্যবেক্ষণ টাওয়ারে নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ