পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে চারটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এ তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তারা বলছে, দেশটির উত্তরাঞ্চলের বড় একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন