সৌদি নেতৃত্বাধীন আরব জোটের প্লেন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় একই পরিবারের আটজন নিহত হয়েছেন। তারা হলেন দেশটির সিনিয়র বিচারপতি এবং তার পরিবারের অন্য সাত সদস্য।
সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে।
বিচারক ইয়াহিয়া মোহাম্মদ রুবায়েদ ছাড়াও নিহত হয়েছেন তার ছেলে, পরিবারের তিন নারী সদস্য এবং তিন শিশু। এই হামলায় বিধ্বস্ত হয়েছে তাদের ঘর-বাড়িও।
বিচারকের ভাতিজা সম্পর্কের এক আত্মীয় আহমেদ মোহাম্মাদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন