থাইল্যান্ড বিচে পাওয়া ধ্বংসাবশেষটি নিখোঁজ মালয়েশিয়ান উড়োজাহাজ এমএইচ৩৭০-এর নয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিয়ং লাই।
দেশটির সিভিল এভিয়েশন, ট্রান্সপোর্ট মন্ত্রণালয় ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের সমন্বয়ে গঠিত একটি দল প্রাপ্ত ধ্বংসাবশেষটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করে।
এরপর মঙ্গলবার মালয়েশিয়ার পরিবহনমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।
পরিবহনমন্ত্রী বলেন, ধ্বংসাবশেষের অ্যাসেম্বেল নাম্বার, তারের বান্ডেল নাম্বার থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, এটি কোনো বোয়িং ৭৭৭ সিরিজের প্লেনের নয়। এছাড়া প্রাপ্ত ধ্বংসাবশেষটি এমএএসবি৭৭৭ পার্টস ক্যাটালগ ম্যানুয়েলেও অন্তর্ভুক্ত নয়।
এসব দেখে নিশ্চিত হওয়া যায় যে, ধ্বংসাবশেষটি নিখোঁজ এমএইচ৩৭০ এর নয়।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন