আফ্রিকার তানজানিয়ার এক তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠলো ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে। গত ৩১ জানুয়ারি রাতে তানজানিয়ার এক কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ।
জানা গেছে, ওই দিন সন্ধ্যায় সুদান থেকে বেঙ্গালুরুতে আসা এক যুবকের গাড়িতে পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। মহম্মদ আহাদ ইসমাই নামে ২০ বছরের ওই যুবক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। এসময়ই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল স্থানীয় এক কলেজের বিবিএম-এর ২১ বছর বয়সী শিক্ষার্থী। ছাত্রীটি দুই-একজন বন্ধুকে নিয়ে তার নতুন ‘ওয়াগন আর’ গাড়িতে চেপে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ-ই কয়েকশ' লোক তাদের গাড়িকে থামায়। এরপর ওই তরুণীকে জোর করে গাড়ি থেকে বের করা হয়। আর তারপেরই তরুণীটির গায়ের পোশাক ছিঁড়ে দিয়ে তাকে মারধর করা হয়। মারধর করা হয় গাড়িতে থাকা ওই ছাত্রীটির বন্ধুদেরও। এসময় উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে একটি বাসে ওঠার চেষ্টা করলে সেখান থেকেও তাকে নামিয়ে আনা হয়। সেসময় এক পথযাত্রী বিবস্ত্র তরুণীর গায়ে পোশাক এগিয়ে দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। সবশেষে ওই তরুণীর গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বেঙ্গালুরু জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনায় ভারত ও তানজানিয়ার কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলেছে। তানজানিয়ার দূতাবাস থেকে ভারত সরকারের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য চাপ দেওয়া হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছে অল আফ্রিকান স্টুডেন্টস ইউনিয়ানের পক্ষ থেকেও।
এই ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে দুঃখপ্রকাশ করে বলেন, এই ঘটনা খুবই বেদনাদায়ক। এই লজ্জাজনক ঘটনায় ভারত মর্মাহত। কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া’র সঙ্গে কথা বলে সব বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে দোষীদের কঠোর শাস্তিরও নিশ্চিত করতে বলেছেন সুষমা
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা