ভারতের সমুদ্র সৈকতে একের পর এক মরা তিমি ভেসে আসার ঘটনায় উদ্বিঘ্ন পরিবেশবাদীরা। মুম্বাইয়ের জুহু বিচের পর এবার ওডিশার সমুদ্র উপকূলে ভেসে এলো মরা তিমি। ভূবনেশ্বর থেকে ১৫০ কিলোমিটার দূরে, ওডিশার পদম্পেত্তার কাছে গঞ্জম উপকূলে ৩৩ ফুট দীর্ঘ এই মরা তিমিটি ভেসে আসে।
বন দফতরের বিভাগীয় আধিকারিক (বেরহামপুর) একে বেহেরা বৃহস্পতিবার জানান, কী কারণে স্পার্ম তিমিটির মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। তাঁর ধারণা, দু-দিন আগেই এই তিমিটি মারা গেছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ