পৃথিবীর উচ্চতম সেনা ঘাঁটি ভারতের সিয়াচেনে নিখোঁজ দশ সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে সরকারি ভাবে জানিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। সিয়াচেনে বুধবার টহলে বেরিয়ে তুষারধসে চাপা পড়েন ওই জওয়ানেরা।
যদিও নিখোঁজ সেনা সদস্যদের উদ্ধারে কাজ চলছিল ঠিকই, কিন্তু একইসঙ্গে সেনার তরফে মেনে নেওয়া হয়, দিনে মাইনাস ২৫ ডিগ্রি ও রাতে মাইনাস ৪২ ডিগ্রি তাপমাত্রায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এ দিন উদ্ধারকাজে সাহায্য করতে চেয়েছিল পাকিস্তান। দু'দেশের ডিজিএমও-র মধ্যে টেলিফোনে কথাও হয়। কিন্তু পাক সাহায্যের প্রস্তাব খারিজ করে ভারতের ডিজিএমও রণবীর সিংহ বলেন, প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার, তা ইতোমধ্যেই নেওয়া হয়েছে।
সেনা সূত্রের ব্যাখ্যা- সিয়াচেন সীমান্তের স্পর্শকাতর দিকটির কথা মাথায় রেখেই এই কাজে পাক-সেনাকে জড়ানো হয়নি। মৃত জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ