বঙ্গোপসাগরের উপকূলবর্তী ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপাতনাম উপকূলে আন্তর্জাতিক নৌবহর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আজ সকালের দিকে এ পরিদর্শনে যান মি. মুখার্জী। রাষ্ট্রপতির ব্যবহারের জন্য প্রদত্ত জাহাজ 'অাইএনএস সুমিত্র' করে প্রণব মুখার্জী এ মহড়া পরিদর্শন করেন। সেইসঙ্গে তাদের সঙ্গে ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার ও তিন বাহিনীর প্রধানরা। খবর অাইএএনএস'র
বিশ্বের ৫০টি দেশের নৌবাহিনী ও ২৪টি বিদেশি জাহাজ অান্তর্জাতিক এই নৌ মহড়ায় অংশ নিচ্ছে। এর মধ্যে ভারতের বিমানবাহী রণতরী অাইএনএস বিক্রমাদিত্য এবং বিরাতসহ দেশটির ৭১টি নৌ জাহাজ অংশ নিচ্ছে।
এর আগে বঙ্গোপসাগরের মুম্বাই উপকূলে ভারতের নেতৃত্বে সর্বশেষ ২০০১ সালে আন্তর্জাতিক নৌ মহড়া [অাইএফআর] অনুষ্ঠিত হয়েছিল। তখন বিশ্বের ২৯টি দেশের নৌবাহিনী এতে অংশ নিয়েছিল।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ