ভুটানের রাজদম্পতি রাজা জিগমে কেসার উয়াংচুক ও রাণী জেতসান পেমা প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। রাজপরিবারে আনন্দের বন্যা ছড়িয়ে গতকাল একটি ছেলে সন্তানের জন্ম দেন রাণী পেমা। রাজধানী থিম্পুতে অবস্থিত লিংকানা প্যালাসে নতুন রাজপুত্রের জন্ম হয়। রাজপ্রাসাদের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে আজ এ খবর দেয়া হয়। খবর এএফপি নিউজের
নতুন অতিথির আগমনে পুরো রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়। নতুন রাজ অতিথির নাম এখনো ঘোষণা করা হয়নি। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন।
ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে পড়াশোনাকারী জিগমে কেসারকে ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে ভুটানের রাজা হিসেবে ঘোষণা করা হয়। তিনি দেশটির পঞ্চম ড্রাগন কিং হিসেবে পরিচিত। রাজা হওয়ার তিন বছর পর ২০১১ সালে বিয়ে করেন পেমাকে। তাদের বিয়ের অনুষ্ঠানকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ও আলোচিত মিডিয়া ঘটনা হিসেবে দেখা হয়।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ