ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনঅাইএ আজ শনিবারও উত্তর প্রদেশের হারদোয়াই থেকে এক সন্দেহভাজন অাইএস সদস্যকে আটক করেছে। তার নাম আবদুস সামি কাসমি। এ নিয়ে ভারতে আইএস'র সদস্য সন্দেহে মোট ২০ জন আটক হলেন। জিহাদি গোষ্ঠটির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন সন্দেহভাজন একটি নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে তাদেরকে আটক করা হলো। খবর দ্য হিন্দুর
গতকাল দিল্লির বিশেষ শাখার পুলিশ মহসিন নামে মুম্বাইয়ের এক বাসিন্দাকে দেশটির রাজধানী দিল্লি থেকে গ্রেফতার করে। গত জানুয়ারিতে আটক হওয়া সন্দেহভাজন চার অাইএস সদস্যকে অর্থ সরবরাহের অভিযোগে তাকে অাটক করা হয়।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ