ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপাটনাম উপকূলবর্তী বঙ্গোপসাগরে গতকাল দেশটির নেতৃত্বে আন্তর্জাতিক নৌ মহড়া পরিদর্শন করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। প্রণবের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অনুষ্ঠান শেষে মোদি সেখানে উপস্থিত কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এদের একজন ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরাব। সবাইকে অবাক করে দিয়ে আরাবের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তার ডান কান টানেন মোদি! তাও আবার বেশ জোরের সঙ্গে!
প্রধানমন্ত্রী কর্তৃক ছেলের কান টানার ঘটনায় অানন্দে ভাসছেন অক্ষয় ও টুইনকেল খান্না। টুইটারে ছেলের কান টানার ছবি শেয়ার করে অক্ষয় এক পোস্টে লিখেন, 'প্রধানমন্ত্রী যখন আগ্রহ ভরে মজা করে আপনার ছেলের কান টানেন ও তাকে ভালো ছেলে সম্বোধন করেন তখন তা কোনো বাবার জীবনের নিঃসন্দেহে গর্বিত মুহূর্ত।'
আরাবের মা টুইনকেলও টুইটারে এ ঘটনায় তার আনন্দের কথা শেয়ার করেছেন। এ ঘটনাতে জীবনের বড় মুহূর্ত বলে পোস্টে লিখেন টুইনকেল।
এদিকে, অারাব এমন কী করেন যে কারণে মোদি তাকে কান ধরে টানলেন তা কিন্তু অজানাই রয়ে গেলো।
উল্লেখ্য, আন্তর্জাতিক নৌ মহড়া [অাইএফআর]'র ব্রান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন অভিনেতা অক্ষয় কুমার। এর একদিন আগে নৌ মহড়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ