গত বছর পাকিস্তানের লাহোরে দেশটির প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের বাসভবনে দাউদ ইব্রাহিমের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয় বলে দাবি করেছেন সমাজবাদী পার্টির এক নেতা। উত্তর প্রদেশ রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টির ঊর্ধ্বতন মন্ত্রী মোহাম্মদ আজম খান গতকাল এ দাবি করেন। নওয়াজ শরীফের সঙ্গে তার লাহোর বাসভবনে অন্যদের মধ্যে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমও ছিলেন বলে তার দাবি।
প্রায় সময়ই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় অাসা মি. খানের ক্ষেত্রে এবারও ব্যতিক্রম হয়নি। তাকে দল থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিজেপি নেতা সুধাংশু মিত্তাল। বিরোধীদল কংগ্রেসও মি. খানের এমন দাবির সমালোচনা করেছেন। কোনো প্রমাণ ছাড়া এমন দাবি করা ঠিক নয় বলে কংগ্রেসের মুখপাত্র টম ভাড়াক্কান জানান।
দাউদের সঙ্গে মোদির সাক্ষাতের দাবি করে মি. আজম খান বলেন, 'আন্তর্জাতিক আইন ভেঙে পাকিস্তান সফর করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি দাউদের সঙ্গেও দেখা করেন। মোদি তা অস্বীকার করলে অামি এর তথ্য প্রমাণ দিব। বদ্ধ দোয়ারে তিনি কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন?
গত বছরের ২৫ ডিসেম্বর আফগানিস্তানের কাবুল থেকে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই আচমকা পাকিস্তানের লাহোরে নওয়াজ শরীফের বাসভবন সফর করেন মোদি। মূলত নওয়াজ শরীফকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতেই মোদির এ সফর ছিল। কয়েক ঘণ্টার এ সফরে নওয়াজের বাসভবনে তিনি তার মা, স্ত্রী ও মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেইসময় দাউদ ইব্রাহিমও উপস্থিত ছিলেন বলে দাবি করেন মি. খান।
মোদির ঝটিকা পাকিস্তান সফরের প্রায় দেড় মাস পর ওই দাবি তেমন একটা পাত্তা পাবে না বলেই বিশ্লেষকদের মত। কারণ সমাজবাদী পার্টির নেতা মি. খান এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের
বিডি-প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ